
নিরাপত্তাজনিত শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। এজন্য দাবি জানিয়েছে ভেন্যু পরিবর্তনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি। যদিও নিজেদের অবস্থানে অনড় বিসিবি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভার্চুয়াল এক বৈঠকে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনায় বসেছিল বিসিবি ও আইসিসি।
বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
আলোচনায় বিসিবি স্পষ্টভাবে জানায়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে তারা অনড়। একই সঙ্গে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করে বোর্ড।
এদিকে আইসিসি জানায়, বিশ্বকাপের সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবিকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানায় সংস্থাটি। তবে বৈঠক শেষে বিসিবি জানায়, এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
দুই পক্ষই আলোচনার দরজা খোলা রাখার বিষয়ে একমত হয়েছে এবং সম্ভাব্য সমাধান খুঁজতে আলোচনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে বিষয়টির গ্রহণযোগ্য সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আমার বার্তা/এল/এমই

