ই-পেপার মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

আমার বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪০

চোটের শঙ্কা নিয়েও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা হচ্ছে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং টিম ডেভিডের। অবশ্য কামিন্স টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চার সপ্তাহের মধ্যে তার পিঠের আরেকটি স্ক্যান করা হবে।

জুলাই মাসে পিঠের নিচের অংশে চোট পাওয়ার পর থেকে কামিন্স মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। অল্প প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ফেরেন তিনি এবং দুর্দান্ত বোলিং করেন। তবে সিরিজ জিতে যাওয়ায় তাকে পরের দুই ম্যাচে রাখার ঝুঁকি নিতে চায়নি অস্ট্রেলিয়া।

২ জানুয়ারি আইসিসি ১৫ জনের দল ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছে। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন যে, এই দলে কামিন্সকে রাখা হবে। তবে টুর্নামেন্টে তার অংশগ্রহণের বিষয়টি প্রতিযোগিতা শুরুর কাছাকাছি সময়ে নির্ধারিত হবে। ক্যারিবিয়ানরা দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গত বিশ্বকাপের পর থেকে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তিনি।

ম্যাকডোনাল্ড বলেন, ‘প্যাটের চার সপ্তাহ পর আরেকটি স্ক্যান করানো হবে। তারপর জানা যাবে বিশ্বকাপের জন্য সে বর্তমানে কোন অবস্থায় আছে। তাকে ১৫ জনের দলে রাখা হবে এবং এরপর আমরা তার শারীরিক অবস্থার আসল তথ্য জানব।’

চলতি মৌসুমের শুরুতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং রা জশ হ্যাজেলউড হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস ইনজুরির কারণে পুরো অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। ম্যাকডোনাল্ডের মতে, ‘হ্যাজেলউড বোলিংয়ে ফিরেছে এবং আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।’

অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের অন্যতম ভরসা ডেভিড। বিগ ব্যাশ লিগের বক্সিং ডে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি এবং সোমবার তার স্ক্যান করার কথা ছিল। ধারণা করা হচ্ছে এটি আইপিএলে পাওয়া আগের চোটের চেয়ে ভিন্ন, যেটা তাকে দুই মাসের জন্য মাঠের বাইরে পাঠিয়েছিল। তবে ম্যাকডোনাল্ড আত্মবিশ্বাসী যে, তিনি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন। তিনি বলেন, ‘এটি পেশির টান নাকি টেন্ডনের সমস্যা তা নিশ্চিত না, স্ক্যানের পর জানা যাবে। আমার মনে হয় হাতে থাকা সময় টিম ডেভিডের সুস্থতার জন্য যথেষ্ট হবে। ইনজুরি যাই হোক, সে ফিট হয়ে যাবে।’

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি এবং গ্রুপ পর্বে তাদের প্রথম দুই ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ ফেব্রুয়ারির আগে তাদের কোনো বড় ম্যাচ নেই। তাই সেই ম্যাচ পর্যন্ত প্রয়োজনে বাড়তি সময় ডেভিডকে দিতে পারবে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ শুরুর আগে বিবিএলের পারফরম্যান্স বা নতুন কোনো ইনজুরির কারণে প্রাথমিক দলে পরিবর্তন আসতে পারে। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া জানুয়ারির শেষ দিকে পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই সূচির দলে ডাক পাওয়া খেলোয়াড়রা সম্ভবত বিবিএলের শেষ দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না।

চট্টগ্রামকে বড় ব্যবধানে হারিয়ে বিপিএল শুরু রংপুরের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিল না রংপুর রাইডার্স। লিটন-মালানের

সিলেটে বসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন ইমাদ ওয়াসিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) খেলতে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এখন বাংলাদেশে। ঢাকা ক্যাপিটালসের সঙ্গে অবস্থান করছেন

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

বিপিএলের আগেরদিন নেতিবাচক কারণে আলোচনায় আসা চট্টগ্রাম রয়্যালস নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নেয়। দ্বিতীয়

বিপিএলের মাঝেই বাংলাদেশ ছাড়বেন যেসব পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসর শুরু হয়েছে সিলেট পর্ব দিয়ে। এখানে খেলছেন এমন বিদেশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব সমস্যার সমাধান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচরণ: মঈন খান

মানুষ নির্বাচিত সরকারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে: আমীর খসরু

মিয়ানমারে নির্বাচনে সেনাসমর্থিত দলের ভূমিধস জয়ের দাবি

কোটিপতি জামায়াত আমির, আছে ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকা

এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ: নাহিদ ইসলাম

জামায়াতের নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো এবি পার্টি

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, হলেন দলের ‘মুখপাত্র’

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না: ইসি সচিব

সংসদ নির্বাচন : স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬ প্রতীকের তালিকা প্রকাশ

নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ, হতে পারেন দলের ‘মুখপাত্র’

৫৯ নিবন্ধিত দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ, নেই নৌকা

টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কর্নেল আজাদ

নির্বাচনকে গুরুত্ব দিয়ে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে

শহিদ ওসমান হাদিকে কোনো দলের করা যাবে না: জাবের

পোস্টাল ভোটিং অ্যাপে নিবন্ধন সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৯ লাখ

চট্টগ্রামকে বড় ব্যবধানে হারিয়ে বিপিএল শুরু রংপুরের

মঞ্জুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

কপ সম্মেলনে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ জরুরি: ফরিদা আখতার

উচ্ছ্বসিত নেতাকর্মীরা, নতুন করে দেশ গঠনের আহ্বান তারেক রহমানের