
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং জনভোগান্তি নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করা।
সভাপতির বক্তব্যে ইউএনও স্পষ্ট জানিয়ে দেন, যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা বা স্থাপনা নির্মাণ করেছেন, তাদের আগামী কয়েক দিনের মধ্যেই উচ্ছেদের আওতায় আনা হবে।
এছাড়া শহরের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৩০টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার ঘোষণা দেন তিনি।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদক, জুয়া, বাল্যবিবাহ এবং আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম ভূঁইয়া এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. হামিদ। এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা মধুপুরকে একটি আদর্শ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান।
আমার বার্তা/ মো. নাজমুল হক/এমই

