ই-পেপার মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

রাজউকের ১২ কর্মচারীর রাজকীয় জীবন, আড়াই  বছরেও শেষ হয়নি দুদকের তদন্ত

মোস্তফা সারোয়ার:
০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭

রাজউকে চাকরী করলেই শত কোটি টাকার মালিক হওয়া যায় । সেই পুরানো প্রচলন থেকে রাজউক এখনো বের হয় আসতে পারেনি৷ হোক সেটা যত নিন্ম পদের চাকরীই। রাজউকে চাকরি করলেই মালিক বনে যায় একাধিক বহুতল ভবন, প্লট, ফ্ল্যাট, মার্কেট, দোকান পাট,আধুনিক গাড়িসহ অনেক কিছুর।প্রতিষ্ঠানটিতে চাকরি করে অফিস পিয়ন, দারোয়ান, উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী,বেঞ্চ সহকারীসহ নিন্মপদস্থ সকলেই কোটি টাকার সম্পদের মালিক। । এদের বেতন সর্বসাকুল্যে আর কত হতে পারে , বড় জোর ত্রিশ থেকে চল্লিশ হাজার। তবে এক জায়গাতে এদের সকলের নিখুঁত মিল খুঁজে পাওয়া যায়। মিলেমিশে এরা সবাই কোটিপতি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউকের দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে স্বপ্রনোনিত হয়ে সুয়োমুটো রুলও জারি করে মহামান্য হাইকোর্ট।

হাইকোর্টের সুয়োমুটো রুল নম্বর-৮/২৩ এবং রুল নম্বর-১/২৩ এর আদেশ অনুযায়ী ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাজউকের ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন । দুদকের অনুসন্ধান ও সংগৃহীত নথিপত্র পর্যালোচনা করে ১৪ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্যপ্রমাণ পাওয়া যায়। তবে দীর্ঘ সময়েরও মধ্যে প্রাথমিক অনুসন্ধানী রিপোর্ট জমা দেয়নি দুদক। তদন্তের গতি ধীর।

হঠাৎ জমিদার মনিরুজ্জামান

মো. মনিরুজ্জামান, পদবী ইমারত পরিদর্শক। চাকরির বয়স সবেমাত্র ছয় বছর । ২০১৮ সালের ২রা জুলাই রাজউক প্রধান কার্যালয়ে যোগদান করেন। বর্তমানে রাজউক জোন ৬ কর্মরত অথচ ইতিমধ্যে তিনি কিনেছে ২২০/৩/সি দক্ষিণ পীরেরবাগের আমতলা টাওয়ারের ই-৬ নম্বরের ফ্ল্যাটটি । ১৬৩০ বর্গফুটের ফ্ল্যাটটির বর্তমান মুল্য প্রায় ২ কোটি টাকা। বাংলা মটরে সারিনা আশরাফ নিবাশের ৯/ সি ফ্ল্যাটটির মালিকও তিনি। এখানেই থাকে মনির । বছর দুয়েক আগে মহাখালীর ফ্যালকন গার্ডেনে এক কোটি দশ লাখ টাকায় কিনেছে আরেকটি ফ্ল্যাট। রয়েছে উত্তরার উলুদাহা বাউনিয়া মৌজায় পলিয়েন্থস ভবনে একটি ফ্ল্যাট। সাতাইশ টঙ্গী গাজীপুরে জমি ক্রয় করে তৈরি করেছেন টিনশেড বাড়ি। সেখানে রুম করেছে ৯ টি। বরিশালের চাঁদমারি বান্দ রোডে দশ শতক জমির উপর টিন শেডের তিন ইউনিটের ঘর রয়েছে। এছাড়া গ্রামের বাড়িতে করেছে তিন তলা বাড়ী৷ নিজের স্ত্রী কানিজ জাহানের নামে রয়েছে এমকে ডিজাইন এন্ড ইন্জিনিয়ারিং কনসালটেন্ট লিমিটেড নামে ব্যবসা প্রতিষ্ঠান। কিনেছেন জি প্রিমিও ব্র্যান্ডের গাড়িও (ঢাকা মেট্রো-গ ৩৬-৩৩০৪)।

মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, কেউ ভবন করতে গেলেই বিভিন্ন অজুহাতে কাজ বন্ধ করে দেয়। লেনদেনের রফাদফা হলে ফের কাজ চালু করার অনুমতি প্রদান। ২০২৪ সালে মনির এবং তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে দুদক নোটিশও করেছিল। সময় বেধে দিয়েছিল ২১ কার্য দিবসের মধ্যে সম্পত্তির হিসাব জমা দিতে, তবে অদৃশ্য শক্তির ইশারায় সকল তদন্ত থেমে গেছে।

জাফর সাদিক অফিস সহকারী থেকে কোটিপতি

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজউকের অফিস সহকারী জাফর সাদিককে ২০২৩ সালের ১৯ জানুয়ারি খোদ রাজউক ভবন থেকে ধরে নিয়ে গিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবশ্য অদৃশ্য শক্তির ইশারায় পরের দিনেই তিনি ছাড়া পেয়ে যায়৷ অথচ চাকরী জীবনে তার বিরুদ্বে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অন্ত নেই। রাজউকের প্লট বেচাকেনার মধ্যস্থতা, নকশা পাশ করিয়ে দেয়ার নামে ঘুষ বানিজ্যে সিন্ডিকেটের অন্যতম সদস্য তিনি। এই চক্রের সাথে জড়িয়ে অবৈধ ভাবে মালিক হয়েছে কোটি টাকার। রাজধানীর আফতাবনগরের ডি ব্লকের ৫ নম্বর রোডে ২৯ নম্বর হোল্ডিংয়ে সাড়ে তিন কাঠা জমিতে ‘নূর আহমেদ ভিলা’ নামে আটতলা ভবনটির মালিক তিনি। এছাড়া ৩৩ শান্তিনগরে একটি ফ্ল্যাটেরও মালিক। নামে বেনামে কিনে রেখেছে আরও সম্পত্তি।

বায়েজিদ খানের জমিদারি চালচলন

পুরো নাম এম এ বায়েজিদ খান, রাজউক উত্তরা জোনের তত্ত্বাবধায়ক। সেখানে টানা ১০ বছর ধরে কর্মরত ছিল। উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের তিন কাঠা জায়গার উপর নির্মিত ছয়তলা ভবনটির মালিক তিনি । এই ব্লিডিংয়ের তৃতীয় তলায় তিনি স্বপরিবারে বসবাস করেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে বাড়িটির বর্তমান বাজার মুল্য নুন্যতম ১০ কোটি টাকা। অনুসন্ধানে জানা গেছে জমিটি কেনা হয়েছে তার শ্বশুরের নামে, তবে ভবনটির প্রকৃত মালিক হলো বায়েজিদ খান। বছর দশেক আগে তিনিই ভবনটি নির্মাণ করেছেন। এমনকি বাড়ির নিরাপত্তাকর্মী ইসহাক মিয়াও স্বীকার করে , বাড়িটি তার স্যার ( বায়েজিদ খান) বানিয়েছেন।

এছাড়া উত্তরার ১১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ২০ ও ২২ নম্বর প্লট দুটিও বায়েজিদের মালিকানাধীন৷ পাশাপাশি দুটি প্লট একত্রে করে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে। ‘প্রতি তলায় হবে চারটি ফ্ল্যট। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ১২ নম্বর রোডের তিন কাঠার প্রতিটি প্লটের দাম নুন্যতম ছয় কোটি টাকা। দুটো প্লটের দাম দাড়ায় ১২ কোটি টাকা। এছাড়া দুটি প্লট একত্রে করে ৯ তলা ভবনের নির্মাণের কাজ শেষ করতে খরচ আনুমানিক আরও ১২ কোটি টাকা

ডাটা অপারেটর আবদুল মোমিন, দৃশ্যমান সম্পত্তির পরিমাণ ১৭ কোটি

পদবি ডাটা এন্ট্রি অপারেটর। অথচ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা মুগদায় রয়েছে আবদুল মোমিনের পাঁচ কাঠা জমির ওপর সাততলা বাড়ি। দক্ষিণ মান্ডার ‘শান্তির নীড় সুলতানা মহল’ ভবনটির মালিক তিনি। বাড়ির বর্তমান বাজার মুল্য প্রায় ১০ কোটি টাকা। একটি ফ্লাট ছাড়া বাকী সব গুলো ভাড়া দেওয়া। বাড়িটি দেখভাল করে তারই ছোট সোহাগ।

এদিকে আবদুল মোমিন স্বপরিবারে বাস করে মতিজিলে তার নিজস্ব ফ্লাটে। ফ্ল্যাট নম্বর বি-৬, ১০ কবি জসীম উদ্দীন রোড, কমলাপুর, ঢাকা-১২১৭। ‘নক্সী কাঁথার মাঠ’ নামে ৯ তলা ভবনে তার ফ্ল্যাটটির আয়তন ফ্ল্যাট ১ হাজার ৭২৫ বর্গফুটের, যার বাজারমূল্য ২ কোটি টাকার মতো।

এছাড়া সাভারের ভাদাইল পুরোনো ইপিজেড এলাকায় হোসেন প্লাজার পাশে রয়েছে দুই বিঘা জমি। সেখানে টিনশেড ঘর করে ভাড়া দিয়েছে পোশাককর্মীদের কাছে। ওই জমির বর্তমান বাজার মুল্য অন্তত ৫ কোটি টাকা। এ ছাড়া পূর্বাচলে স্ত্রীর নামে একটি প্লট থাকার কথাও জানা গেছে৷

নকশাকার এমদাদ আলী

রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে দক্ষিন বারিধারার ১৩ নাম্বার রোডের ৫০ নাম্বার বাড়ির ফটকে পাথরে খোদাই করে লেখা আছে চাঁদপুর হাউস। পাঁচ কাঠা জায়গার উপর এই ছয়তলা এই ভবনটির মালিক এমদাদ আলী। তৃতীয় তলায় স্বপরিবারে তিনি থাকেন। স্থানীয়দের কাছে রাজউকের বড় প্রকৌশলী হিসেবে পরিচিত। তবে জমিটি তার বাবার কিন্তু ভবনটি নির্মান করেছে এমদাদ আলী৷ সাবেক এমপি প্রয়াত হাবিবুর রহমান মোল্লার ডেমরার বাড়ির সামনে এমদাদ সাহেবের আরও দুটি সাত কাঠার প্লট আছে।

কম্পিউটার অপারেটর নাসির উদ্দিনও কোটিপতি

নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগের রাজউক শাখার সাধারণ সম্পাদক নাসির উল্লাহ চৌধুরী। পদবি অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর। রাকিন সিটির ৫ নম্বর ভবনে রয়েছে দেড় কোটি টাকা দামের ফ্ল্যাট। ফ্ল্যাটটি ভাড়া দেয়া । তবে থাকেন গোপীবাগে নিজস্ব ফ্ল্যাটে। নিজের চলাচলের জন্য রয়েছে বিলাসবহুল গাড়িও (ঢাকা মেট্রো-গ ৩৭-৯২০৫)।

জালিয়াতির মাধ্যমে পূর্বাচল প্রকল্পের লেআউট বদল, ঘুষ নেওয়া, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ১৬ তার সম্পত্তির হিসাব দুদক তাকে নোটিশ পাঠিয়েছে৷ তবে দীর্ঘ সময়েও তদন্তের অগ্রগতি নেই ।

পিছিয়ে নেই সহকারী অথরাইজ অফিসার নান্নু

পুরো নাম আওরঙ্গজেব সিদ্দিকী নান্নু। পদবী সহকারী অথরাইজড অফিসার। ইব্রাহীমপুরে তিনটি বাড়ি। কাফরুলের ২৫১/১ নম্বর ইব্রাহীমপুরে রয়েছে চার কাঠা জমির ওপর ছয়তলা বাড়ি, নিচতলায় মার্কেট। নান্নু থাকেন ১৭৯ ইব্রাহীমপুরে ‘হক হেরিটেজ’ নামে তাঁর আরেকটি ৯ তলা বাড়ির দোতলায়। ছয় কাঠা জমির ওপর নির্মিত এ ভবনের বাজারদর অন্তত ২০ কোটি টাকা। এ ছাড়া ১১২/১ ইব্রাহীমপুরে আছে ‘ইবিএল বলাকা’ নামে ৯ তলা আরেকটি বাড়ি। গুলশান জোনে ইন্সপেক্টর থাকাকালীন নকশা অমান্য করে অতিরিক্ত তলা বাড়ানোর সুযোগ করে দিয়ে ভবনমালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে নান্নুর বিরুদ্ধে। বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর একই অভিযোগে তিনি আটক হন। ১৬ তলা নকশার অনুমতি নিয়ে এফআর টাওয়ারকে ২৫ তলা করার সুযোগ করে দেয়ার অভিযোগ এই নান্নুর বিরুদ্ধে। এফআর টাওয়ার মামলায় বর্তমানে তিনি জামিনে।

এ ছাড়া ১৬ তলার নকশা অনুমোদন নিয়ে বনানীর স্যারিনা হোটেলকে ২২ তলা করার সুযোগ করে দেওয়ার অভিযোগে দুদকে চলা মামলায় হোটেল মালিক বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে নান্নুও আসামি।

দুদকের জালে আটক সার্ভেয়ার মাসুম বিল্লাহ

তিনি রাজউক শ্রমিক দলের সভাপতি, পদবি সার্ভেয়ার। উত্তরার ১১ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ২৪ নম্বর হোল্ডিংয়ে রয়েছে সাততলা বাড়ি। বাড়িটির বর্তমান বাজার মুল্য নুন্যতম ১০ কোটি টাকা।

সুপারভাইজার খালেদ সমাচার

খালদ মোশাররফ তালুকদার রুবেল, পদবি সুপারভাইজার। বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রয়েছে সাতকাঠা জমির ওপর পাঁচতলা বিলাসবহুল বাড়ি। সাততলার নকশা করে ২০১৯ সালে পাঁচতলা পর্যন্ত কাজ শেষ করেন। সেই ভবনের দোতলায় থাকেন তাঁর মা-বাবা। রুবেল মাঝেমধ্যে সেখানে যান। আর তিনি ঢাকায় থাকেন মাদারটেকের নিজেস্ব ফ্ল্যাটে। ব্যবহার করেন করোলা ফিল্ডার গাড়ি। রুবেলের পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরেও বানিয়েছেন মার্কেট।

শ্রমিক লীগ সভাপতি বাশার

বাশার শরীফ, নিষিদ্ব সংগঠন রাজউক শ্রমিক লীগের সভাপতি। পদবি বেঞ্চ সহকারী। নথি গায়েবের অভিযোগে ২০২২ সালের ২৫ আগস্ট তাকে চাকরিচ্যুত করে রাজউক। মানিকনগর পুকুরপাড়ে তাঁর মালিকানাধীন রয়েছে ২ হাজার ৬০০ বর্গফুটের ফ্ল্যাট। নিজের ব্যবহারের জন্য রয়েছে আধুনিক টয়োটা নোয়া গাড়ি (নম্বর ঢাকা মেট্রো-ছ ১৯-০৪১৪)। গত ১৬ অক্টোবর দুদক বাশার শরীফের বিরুদ্ধেও ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে।

নিন্মমান সহকারী ইউসুফ

রাজউকের নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি ইউসুফ মিয়া। পদবি রাজউকের নিম্নমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক। ঢাকায় কোন বাড়ী না করলেও গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠানগর ইউনিয়নের মলিহাস গ্রামে করেছেন তিনতলা বড় বাড়ি। করেছেন শ’খানেক গরুর দুটি খামার।

অফিস সহকারী বিল্লাল

রাজউকের এমআইএস শাখার অফিস সহকারী বেলাল হোসেন চৌধুরী রিপন। পল্টনের ৬৬ শান্তিনগর হোল্ডিংয়ে রয়েছে সি-৫ নামে একটি আলিশান ফ্ল্যাট। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর ওই স্ত্রীর দেওয়া অভিযোগের ভিত্তিতে রিপনের অবৈধ সম্পদের তদন্ত করছে দুদক।

আমার বার্তা/এমই

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

দেশের সব সমস্যার সমাধান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচরণ: মঈন খান

মানুষ নির্বাচিত সরকারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে: আমীর খসরু

মিয়ানমারে নির্বাচনে সেনাসমর্থিত দলের ভূমিধস জয়ের দাবি

কোটিপতি জামায়াত আমির, আছে ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকা

এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ: নাহিদ ইসলাম

জামায়াতের নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো এবি পার্টি

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, হলেন দলের ‘মুখপাত্র’

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না: ইসি সচিব

সংসদ নির্বাচন : স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬ প্রতীকের তালিকা প্রকাশ

নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ, হতে পারেন দলের ‘মুখপাত্র’

৫৯ নিবন্ধিত দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ, নেই নৌকা

টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কর্নেল আজাদ

নির্বাচনকে গুরুত্ব দিয়ে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে

শহিদ ওসমান হাদিকে কোনো দলের করা যাবে না: জাবের

পোস্টাল ভোটিং অ্যাপে নিবন্ধন সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৯ লাখ

চট্টগ্রামকে বড় ব্যবধানে হারিয়ে বিপিএল শুরু রংপুরের

মঞ্জুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

কপ সম্মেলনে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ জরুরি: ফরিদা আখতার