ই-পেপার বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

বাংলাদেশে ভারতীয় আগ্রাসন-আধিপত্যবাদ রুখে দেওয়ার দাবি

আমার বার্তা অনলাইন:
০৭ জানুয়ারি ২০২৬, ১৪:৫১

বাংলাদেশে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ রুখে দেওয়ার দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’। একই সঙ্গে সীমান্তে ফেলানী হত্যাসহ সব গুম ও খুনের বিচার এবং ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত সরকারের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

‘বাংলাদেশ-ভারত রক্তাক্ত সীমান্ত– ফেলানীসহ বাংলাদেশি নাগরিকদের ভারতীয় বিএসএফ বাহিনী কর্তৃক হত্যা, নির্যাতন, গুম, পুশইনের বিচার করতে হবে এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে’ শীর্ষক এই কর্মসূচিতে অধিকার-এর নেতারা ও বিশিষ্টজনেরা অংশ নেন।

মানববন্ধনে অধিকারের পরিচালক এস এম নাসির উদ্দিন এলান বলেন, ‘আপনারা জানেন, গুমের শিকার এক ব্যক্তিকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশের র‍্যাব। তাকে ভারতে পাঠানোর পর সেখানে তার বিচার করে জেলে রাখা হয়েছিল। এটি ছিল একটি দ্বৈত শাসন। বাংলাদেশি মানুষ ভারতীয় মদদপুষ্ট এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে– এই আকাঙ্ক্ষা করি।’

মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করা হয়। এই হত্যার বিরুদ্ধে মানুষ দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানালেও পতিত খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমরা দেখেছি, সেই সরকারের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা সীমান্ত হত্যাকে সমর্থন করেছে। জুলাই আন্দোলনের পর প্রায় ১৭ মাস অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু এখনো সীমান্তে হত্যা বন্ধ হয়নি।

তিনি আরও বলেন, ‘আমরা পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই– আপনারা একটি পরিষ্কার নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যান। সাম্রাজ্যবাদী ভারত সীমান্তে যেভাবে আমাদের নাগরিকদের হত্যা করছে, কিছুদিন আগেও চাঁপাইনবাবগঞ্জে একজন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই– তারা কেন চুপ করে আছে?’

ফয়জুল হাকিম আরও বলেন, ভারতের নিয়ন্ত্রণে হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশ চালাত। তবে লড়াই শেষ হয়নি; ভারতে বসে পতিত হাসিনা ও ফ্যাসিবাদের দোসররা এখনো চক্রান্ত চালাচ্ছে।

সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর প্রসঙ্গে ফয়জুল হাকিম বলেন, ‘কয়েকদিন আগে খালেদা জিয়ার জীবনাবসানের শোককে কেন্দ্র করে জয়শঙ্কর এখানে এসেছিলেন। তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং শোক প্রকাশ করেছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই– বাংলাদেশকে গোলাম করে রাখার দিন শেষ। সীমান্তে হত্যা করে ভারতের বজায় রাখা নিম্নমাত্রার যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

গুম হওয়া বাতেনের স্ত্রী নাসরিন জাহান বলেন, এই দিনে ফেলানীকে হত্যা করে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল। অথচ আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ১৩ বছর আগে আমার স্বামী ও দেবরকে গুম করা হয়। আমার স্বামীকে জিয়াউল হাসান নিজে গুম করেছে। সেই জিয়াউল হাসান এখন সরকারি হেফাজতে থাকলেও তার বিচার সম্পন্ন হয়নি। আমি উপদেষ্টাকে বলতে চাই– ভারতে পালিয়ে থাকা অপরাধীদের ফিরিয়ে আনুন এবং হেফাজতে থাকা অপরাধীদের বিচার নিশ্চিত করুন।

এ সময় সপ্রানের গবেষণা পরিচালক জারিফ রহমান বলেন, গবেষণার মাধ্যমে নীতিনির্ধারকদের এমন নীতি প্রণয়ন করতে হবে যাতে সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নত হয় এবং তারা হতাহত না হয়। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের আধিপত্যবাদ ও সহিংসতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আমার বার্তা/এমই

ভারত একজনকে নিরাপত্তা দিতে না পারলে পুরো টিমকে কীভাবে দেবে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা কারণে দেশটির

আইসিসিবিতে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক প্রাণিস্বাস্থ্য প্রদর্শনী শুরু

প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতে বিনিয়োগ বাড়াতে ষষ্ঠবারের মতো শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক প্রাণিস্বাস্থ্য

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত

কোম্পানির অপরাধে থাকবে শুধু অর্থদণ্ডের বিধান: শফিকুল আলম

কোম্পানির অপরাধের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান উঠিয়ে শুধু অর্থদণ্ডের বিধান থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ প্রকল্পে বাংলাদেশকে ২ কোটি ১৮ লাখ ইউরো অনুদান দেবে জার্মানি

মারকোসুর বাজারে পোশাক রপ্তানির প্রবেশদ্বার হতে পারে উরুগুয়ে: বিজিএমইএ

মরক্কো-মার্কিন ঐতিহাসিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ক উদযাপন

ভারত একজনকে নিরাপত্তা দিতে না পারলে পুরো টিমকে কীভাবে দেবে

আইসিসিবিতে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক প্রাণিস্বাস্থ্য প্রদর্শনী শুরু

সুষ্ঠুভাবে জকসু সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাল জবি প্রশাসন

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

কোম্পানির অপরাধে থাকবে শুধু অর্থদণ্ডের বিধান: শফিকুল আলম

কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফেরাতে হাইকোর্টের নির্দেশ

কোনো দেশের আচরণ মর্যাদাহানিকর হলে জবাব দেওয়ার অধিকার রাখি

মানুষের চিকিৎসা ব্যয় কমাতে বড় পদক্ষেপ নিলো অন্তর্বর্তী সরকার

টানা ছয় ম্যাচে হার নোয়াখালীর, রাজশাহীর জয়ের হ্যাটট্রিক

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ আরোপ দুঃখজনক

ফসলের সহনশীলতা বাড়াতে কার্যকারী হবে সামুদ্রিক শৈবাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আইন উপদেষ্টা

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি, নির্বাচন করতে পারবেন না

উৎপাদন পর্যায়ে অব্যাহতি দিয়ে আমদানিতে ১০% ভ্যাট নির্ধারণে চিঠি