ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

পুনর্বহাল ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন

গাজীপুর প্রতিনিধি:
২০ জানুয়ারি ২০২৬, ১৫:৫৪

এক যুগের বেশি সময় আগে গত বছরের মে মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের রায় দিয়েছিলেন আপিল বিভাগ। চাকরিতে পুনর্বহালকৃত এসব কর্মকর্তা ও কর্মচারীদের জ্যেষ্ঠতা, পদোন্নতিসহ বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে আন্দোলনে নেমেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় গাজীপুরস্থ বটতলায় অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বকেয়া বেতন-ভাতা ও পদোন্নতি প্রদানে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ২৪ ঘণ্টা পর আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হবে বলে এতে জানানো হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাকরি সুরক্ষা কমিটির মহাসচিব পরিচালক (ভারপ্রাপ্ত) তথ্য পরামর্শ ও নির্দেশনা বিভাগ মিয়া হোসেন রানার সভাপতিত্বে এবং মো. মিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন আহমেদ, তরিকুল ইসলাম, মাসুদ আলম, ওয়াহিদুজ্জামান নান্নু, মোহাম্মদ আলী, আব্দুল আজিজ, ফিরোজ আলম, মনির হোসেন চৌধুরী, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, নাছির আহম্মদ, সাইফুল ইসলাম, কামরুজ্জামান, আব্দুল জলিল, ইয়াকুব হোসেন, আব্দুল মতিন, আফজাল প্রমুখ।

তাদের দাবির প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম, প্রধান প্রকৌশলী মিজানুর রহমান, পরিচালক বিল্লাল হোসেন, পরিচালক আমিনুল আক্তার, রাজিউর রহমান রেজা প্রমুখ।

এ সময় বক্তারা অনতিবিলম্বে চাকরিতে পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা, কর্মচারীর যাবতীয় বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের ব্যবস্থা করা, আদালতের রায়ে সিনিয়রিটি বজায় রেখে ন্যূনতম ২টি পদোন্নতির ব্যবস্থা করা এবং শাস্তিমূলক বদলিকৃত ৯ জন কর্মকর্তা ও কর্মচারীর বদলির আদেশ প্রত্যাহার করার জোর দাবি জানানো হয়। বক্তারা নতুন ও পুরাতনের ভেদাভেদ ভুলে একত্র হয়ে কাজ করার পক্ষে অঙ্গীকার ব্যক্ত করেন।

জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের নভেম্বর থেকে ২০০৪ সালের আগস্ট পর্যন্ত ওই ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছিলেন। এমএলএসএস থেকে ডেপুটি রেজিস্ট্রার সমমর্যাদার বিভিন্ন পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। উচ্চ আদালতের রায়ের পর আওয়ামী লীগ সরকারের আমলে ২০১২ সালে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল।

ওই ৯৮৮ জনের চাকরিচ্যুতির বিষয়ে ২০১৬ সালের ১৯ মে আপিল বিভাগ রায় দেন। এই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয় আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১ ডিসেম্বর আপিল করার অনুমতি পায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই আপিল মঞ্জুর করে গত বছরের মে মাসে রায় দেওয়া হয়।

আমার বার্তা/শেখ মোরশেদ আলম জিসান/এমই

শিক্ষা মানে শুধু পরীক্ষা নয়, মেধার বহুমাত্রিক বিকাশ: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষার্থীদের মেধা মানে শুধু একাডেমিক উৎকর্ষ নয়।

শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে: শিক্ষা সচিব

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রে শিক্ষার্থীদের রাখতে হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা

স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

জাতীয় বেতন কমিশনের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি বৈষম্যের প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়াইলবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার তারেক রহমানের

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব মহাপরিচালক

কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস তারেক রহমানের

দিনাজপুরে ৫৪টি বোরো ধানের জাতের ব্যতিক্রমী প্রদর্শনী

সন্ত্রাসীদের ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন মেরাজ মাহামুদ!

ইসির আচরণে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে: রিজভী

১৯৬ আসনে বৈধতা পেয়েছে জাপার প্রার্থী: জিএম কাদের

শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন প্রতিবেদন জমা কাল: অর্থ উপদেষ্টা

ইসি কী করছে জানতে চায় সুইডেন, বুধবার জানা যাবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে রাষ্ট্রকাঠামোয় আমূল পরিবর্তন হবে

দেশ ছেড়ে পালাতে হবে এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না: তথ্য উপদেষ্টা

কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না: মির্জা আব্বাস

সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

ঈশ্বরদী -পাবনা মহাসড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় শিশু নিহত

পুনর্বহাল ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন

আমিরসহ জামায়াতের ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

নতুন ৪ থানার অনুমতি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদল

সেই ভারতীয় নাগরিকের আইডি বাতিলের সুপারিশ