ই-পেপার মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

এসএমই খাতে কমছে ঋণ, সর্বোচ্চ সীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

আমার বার্তা অনলাইন:
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪

রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়েছে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতেও। গত বছরের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর বড় ব্যবসার পাশাপাশি কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের ব্যবসা কার্যক্রমও সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে ব্যাংক খাতে এসএমই ঋণ বিতরণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ব্যবসা পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় সিএমএসএমই খাতের সর্বোচ্চ ঋণসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতের মোট ঋণের মাত্র ১৭ দশমিক শূন্য ৬ শতাংশ ছিল সিএমএসএমই খাতে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালের শেষে এ হার ছিল ১৮ দশমিক ৪০ শতাংশ এবং ২০২৩ সালে ছিল ১৯ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ, ধারাবাহিকভাবে এ খাতে ঋণের অংশ কমছে।

এই পরিস্থিতিতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক বৈঠকে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঋণ বিতরণে উৎসাহ দিতে কেন্দ্রীয় ব্যাংক নতুন কিছু ছাড়ও দিয়েছে।

প্রভিশনিংয়ে ছাড়, ঋণে উৎসাহ

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, সিএমএসএমই ঋণের বিপরীতে ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশনিং) সংরক্ষণের হার কমানো হয়েছে। সাধারণত স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (এসএমএ) ঋণের বিপরীতে যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ প্রভিশন রাখতে হয়।

তবে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএমএসএমই খাতের আওতায় থাকা সব অশ্রেণিকৃত স্বল্পমেয়াদি কৃষিঋণ ও শিল্প উদ্যোগের ঋণের ক্ষেত্রে ১ শতাংশের পরিবর্তে দশমিক ৫০ শতাংশ প্রভিশন সংরক্ষণ করা যাবে। এতে ব্যাংকগুলো এ খাতে ঋণ দিতে আগ্রহী হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ

চলতি বছরের মধ্যে ব্যাংকগুলোর মোট ঋণের অন্তত ২৫ শতাংশ সিএমএসএমই খাতে বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আর ২০২৯ সালের মধ্যে এ হার বাড়িয়ে ২৭ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

গত জুন পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে সিএমএসএমই খাতে ঋণ ছিল ৩ লাখ ১১ হাজার কোটি টাকা।

উপখাতভিত্তিক চিত্র

নীতিমালা অনুযায়ী, মোট সিএমএসএমই ঋণের অন্তত ৪০ শতাংশ উৎপাদন উপখাতে বিতরণের লক্ষ্য থাকলেও জুন শেষে বিতরণ হয়েছে মাত্র ৩৬ শতাংশ। সেবা উপখাতে ২০ শতাংশ লক্ষ্যের বিপরীতে বিতরণ হয়েছে ১৯ শতাংশ। অন্যদিকে, ট্রেড বা ব্যবসা উপখাতে ৪০ শতাংশ লক্ষ্যের বিপরীতে বিতরণ হয়েছে ৪৪ দশমিক ৭৬ শতাংশ।

ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

ব্যবসা পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় সিএমএসএমই খাতের সর্বোচ্চ ঋণসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন করে কুটির উদ্যোগে সর্বোচ্চ ২০ লাখ টাকা, মাইক্রো উদ্যোগে ২ কোটি টাকা, ক্ষুদ্র উদ্যোগে ২৫ কোটি টাকা, মাঝারি উদ্যোগে ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এছাড়া, বিনা জামানতে নারী উদ্যোক্তাদের ২৫ লাখ টাকা এবং অন্যান্য উদ্যোক্তাদের ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। এমনকি টিআইএন না থাকলেও বিকল্প ব্যবসায়িক সনদের মাধ্যমে ৫ লাখ টাকা পর্যন্ত এসএমই ঋণ নেওয়া যাবে।

কেন আগ্রহ কম ব্যাংকগুলোর

খাত সংশ্লিষ্টদের মতে, এসএমই ঋণের তুলনায় করপোরেট ঋণ ব্যাংকগুলোর জন্য বেশি লাভজনক হওয়ায় তারা বড় ঋণে বেশি আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি রাজনৈতিক পরিবর্তনের পর ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ বদল, পাঁচটি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া এবং আমানত সংকটের কারণে সামগ্রিক ঋণ কার্যক্রম ধীর হয়ে পড়েছে। এছাড়া, রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ব্যবসা বন্ধ করে দেওয়ায় ঋণের চাহিদাও কমেছে।

ব্যাংকভিত্তিক চিত্র

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সিএমএসএমই ঋণ নেমে এসেছে ১৭ দশমিক ৪৭ শতাংশে। বিদেশি ব্যাংকে কমে ৬ দশমিক ২৮ শতাংশে, বেসরকারি ব্যাংকে কমে ১৭ দশমিক ৬৮ শতাংশে, ইসলামী ব্যাংকে কমে ১৬ দশমিক ১১ শতাংশে। তবে ব্যতিক্রম হিসেবে বিশেষায়িত ব্যাংকগুলোর সিএমএসএমই ঋণ বেড়ে ২১ দশমিক ৫৪ শতাংশে উন্নীত হয়েছে।

আমার বার্তা/এল/এমই

বাকিতে পণ্য আমদানির সুবিধায় ইউস্যান্স মেয়াদ পুনর্নির্ধারণ

শিল্প কাঁচামাল আমদানিতে ইউস্যান্স বা বাকিতে পণ্য আমদানির সুবিধার মেয়াদ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আমদানি

১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

 সোমবার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।সোমবার

তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স বুস্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের বিনিয়োগ বান্ধবতার জন্য এটা গুরুত্বপূর্ণ; বিনিয়োগকারীদের জন্য

যুক্তরাষ্ট্র থেকে আমদানি হল ৫৭ লাখ টন গম

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৬ হাজার ৮৯০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বাকিতে পণ্য আমদানির সুবিধায় ইউস্যান্স মেয়াদ পুনর্নির্ধারণ

জিয়ার কবরের পাশে খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনা

বিপিএলকে ‘টার্গেট’ করে জাতীয় দলে জায়গা করে নিতে চান রিপন

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

ইয়েমেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা সৌদি নেতৃত্বাধীন জোটের

দিল্লি থে‌কে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে আনা হলো ঢাকায়

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি

খালেদা জিয়ার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা

খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে

পুতিনের বাসভবনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

৩০ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

দেশের সব সমস্যার সমাধান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচরণ: মঈন খান

মানুষ নির্বাচিত সরকারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে: আমীর খসরু

মিয়ানমারে নির্বাচনে সেনাসমর্থিত দলের ভূমিধস জয়ের দাবি

কোটিপতি জামায়াত আমির, আছে ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকা

এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ: নাহিদ ইসলাম