
নেত্রকোনায় নির্মাণাধীন বাইপাস সড়কে মশাল মিছিল থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া অংশ থেকে তাদেরকে আটক করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন— আলম মিয়া, মো আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম, রিয়াদ মিয়া সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আটক সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজি শাহনেওয়াজ বলেন, বাইবাস সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। তখন ঘটনাস্থল থেকে ওই সাতজনকে তাদেরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
আমার বার্তা/এল/এমই

