
মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার দশআনি গ্রামে তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) ও ছয়আনি গ্রামে বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।
গ্রামবাসীর বরাতে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে ইমামনগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরি করতে যান মজনু ও দ্বীন ইসলাম।
বাড়ির লোকজন ও গ্রামবাসী টের পেয়ে চোরদের ধাওয়া করে। একপর্যায়ে তারা ধরা পড়লে উত্তেজিত গ্রামবাসী তাদের গণপিটুনি দিলে গুরুতর আহত হন তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
আজ সোমবার ভোর ৬টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
ওসি মাজহারুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হসন্তান্তর করা হবে। তিনি বলেন, নিহত মজুন ও দ্বীন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার বার্তা জেএইচ

