ই-পেপার সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩

সাভারের বিরুলিয়ায় ‘বেগম খালেদা জিয়া মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৯

এফ এম আমানুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের প্রধান ফটকে ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের হাতে নোটবুক তুলে দিয়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষার হলে প্রবেশ করানো হচ্ছে। বাইরে অভিভাবকদের ভিড়, ভেতরে মনোযোগী শিক্ষার্থী আর চারপাশে নীরব প্রত্যাশা। এটি শুধু একটি পরীক্ষা নয়; একটি ভাবনার প্রকাশ, একটি সামাজিক দায়বদ্ধতার অনুশীলন। এই প্রেক্ষাপটেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বেগম খালেদা জিয়া মেধা যাচাই পরীক্ষা–২০২৫’।

জনপদ রাজনীতি (শিক্ষা–জীবিকা–সংস্কৃতি) ও পরিবার (জরাপ)–এর উদ্যোগে আয়োজিত এই মেধা যাচাই পরীক্ষা বিরুলিয়া ইউনিয়নের সকল বিদ্যালয়ের অংশগ্রহণে একটি সম্মিলিত শিক্ষাযজ্ঞে রূপ নেয়। জরাপের শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো এটি আয়োজিত হলো।

জরাপের আহ্বায়ক মাসুদ রানা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, সাংবাদিক, নির্মাতা ও সম্প্রচারক এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান–এর ঘনিষ্ঠ সহযোগী জুবায়ের বাবু–এর পরামর্শে অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সৃজনশীল ও জ্ঞানভিত্তিক চর্চার প্রয়োজনীয়তা সামনে আসে।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার বক্তৃতায় উচ্চারিত মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের আহ্বান থেকেই এই পরীক্ষার ধারণা জন্ম নেয়। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে জরাপের সদস্যরা এগিয়ে আসেন। ভবিষ্যতে এই আয়োজনকে আরও বিস্তৃত ও সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে ডিসেম্বরের শুরুতেই দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীর জন্য ১০০ নম্বরের সিলেবাস বিতরণ করা হয়। নম্বর বণ্টনে ছিল বাংলায় ২০, ইংরেজিতে ২৫, গণিতে ২৫, বিজ্ঞানে ২০ এবং সাধারণ জ্ঞানে ১০ নম্বর। সাধারণ জ্ঞান অংশে ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামে একটি আলাদা অধ্যায় রাখা হয়। এতে নারী শিক্ষায় তার অবদান, রাষ্ট্র পরিচালনায় ভূমিকা এবং তার শিক্ষাজীবন সম্পর্কিত যাচাইকৃত তথ্যভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়। আয়োজকদের মতে, এই অধ্যায়টি তার সম্পর্কে নিন্দুকদের প্রচারিত অপতথ্য দূর করতে সহায়ক ভূমিকা রাখবে।

সিলেবাস ও প্রশ্নপত্র প্রণয়নে বিশেষ ভূমিকা পালন করেন আশুলিয়া ইউনিয়নের প্রতিভা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ শাহাদাৎ হোসেন শোভন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম রাসেল ও আজমল হোসেন তমাল–এর পাশাপাশি জরাপের সদস্য মোহাম্মদ রুবেল, খোকন দেওয়ান, জাহিদুল ইসলাম, ডা. মিরন আহমেদ সাগর, কবির হোসেন, হাসান হাবীব, মেরাজ, মারুফ ও ফারজানা বৃষ্টিসহ অনেকে এই কর্মযজ্ঞে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

এই আয়োজন সফল করতে বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন এবং সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বিশেষভাবে সহায়তা করেন।

পরীক্ষার উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন সাভার মডেল কলেজের সহকারী অধ্যাপক আলী হোসেন, বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সিটি ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সিনিয়র অফিসার ও সাবেক ইউপি সচিব আব্দুল আলীম এবং দোসাইদ অধন্যকুমার স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক আনোয়ার হোসেন।

পরীক্ষা চলাকালে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাভার থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ কবির হোসেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন এবং বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন আহমেদ–কে সঙ্গে নিয়ে কেন্দ্র পরিদর্শনে আসেন। আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক সহায়তা, শিক্ষার্থী ও অভিভাবকদের আগমন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৈয়দ কবির হোসেন ও আলমগীর হোসেন।

গত ৩০ ডিসেম্বর শীত উপেক্ষা করে শতাধিক শিক্ষার্থী পূর্বনির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেয়। স্কুলে কেন্দ্র স্থাপন এবং বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের আতিথেয়তার জন্য এফ এম আমানুল্লাহ মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল হক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং কাকাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শারমিন সুলতানা শ্রাবণী–র প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘বেগম খালেদা জিয়া মেধা যাচাই পরীক্ষা–২০২৫’-এর প্রধান সমন্বয়ক মাসুদ রানা।

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত এই মেধা যাচাই পরীক্ষার দিনেই তার মহাপ্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে পরীক্ষাকেন্দ্রসহ পুরো এলাকায় শোকের আবহ নেমে আসে। অনেক শিক্ষক, অভিভাবক ও আয়োজক তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও শ্রদ্ধা প্রকাশ করেন।

আমার বার্তা/এল/এমই

ইউএনওর চিঠি নিয়ে যা বললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকারের একটি চিঠি নিয়ে মুখ খুললেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের

স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে শোকজ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানো নোটিশ

স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও চিঠি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের পাশাপাশি ‘মব’

মীরসরাইয়ে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে একজনের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে আব্দুর রহমান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনওর চিঠি নিয়ে যা বললেন রুমিন ফারহানা

লিবিয়ায় ভূগর্ভস্থ গোপন কারাগার থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার

জাতিসত্তা রক্ষার স্বার্থে গুমের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: চিফ প্রসিকিউটর

রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: ইসি আনোয়ারুল

আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের দিন গণনা শুরু

শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে শোকজ

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব

স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও চিঠি

কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আমির হামজার নামে ইবি ছাত্রদল নেতার মামলা

অথনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের কারাদণ্ড

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান

২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে ভিসা বন্ড দিতে হবে

তিস্তা প্রকল্প নদী এলাকা পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত ও পানিসম্পদ উপদেষ্টা

শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী কঠোর লাগাতার কর্মসূচির হুমকি শিবিরের

দাবি আদায়ে ইসির সদিচ্ছা প্রকাশ না পেলে সব পন্থা অবলম্বন করবো

ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল

বন গবেষণা ইনস্টিটিউটের ৪ কর্মচারী ও ৪ পুলিশের বিরুদ্ধে মামলা

আলিফ হত্যা মামলা, চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন