
শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আজ উমেদপুর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শিবচর উপজেলার যুগ্ম আহ্বায়ক ওমর বেপারী, যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন খান, যুগ্ম আহবায়ক জামান মোল্লা, যুগ্ম আহবায়ক আবুল হোসেনসহ উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপিঅঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণির জনগণ উপস্থিত থেকে মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং তার অবদান স্মরণ করেন।
আমার বার্তা/এমই

