
হংকং সিক্সেস ২০২৫ আসরের জন্য গেল সপ্তাহে দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিক্স-সাইড ফরম্যাটের এই প্রতিযোগিতায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলি। হংকংয়ের রিক্রিয়েশন গ্রাউন্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টটি খেলতে গতকাল রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সাইফউদ্দিনেরও যাওয়ার কথা ছিল। তবে গোড়ালির ইনজুরির কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন তিনি। চট্টগ্রামে অনুশীলনের সময় চোটে পড়েন। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে সাইফউদ্দিনের এখনো সপ্তাহখানেক সময় লাগতে পারে। সাইফউদ্দিনের বদলে দলের সঙ্গে গিয়েছেন হাবিবুর রহমান সোহান।
২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্ট ২০১২ সাল পর্যন্ত প্রায় নিয়মিত আয়োজিত হতো। মাঝে বিরতির পর ২০১৭ সালে আবারও মাঠে গড়ায়। এরপর হংকং সিক্সেস টুর্নামেন্টের আসর বসে ২০২৪ সালে। টানা দ্বিতীয় বছরের মতো আয়োজিত হতে যাচ্ছে এবার। গত আসরে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল।
বাংলাদেশ দল : আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার, জিসান আলম, হাবিবুর রহমান সোহান, মোসাদ্দেক হোসেন, রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ।
আমার বার্তা/জেএইচ

