
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতি ও দল-মতের ঊর্ধ্বে খেলাধুলা হচ্ছে সকলের এক হওয়ার বড় সুযোগ। ভোট বা রাজনীতির ভিন্নতা থাকলেও সামাজিক উপলক্ষগুলোতে, বিশেষ করে গ্রাম ও ইউনিয়নের প্রশ্নে, তারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহিদের স্মরণে বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হুন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা প্রতিনিয়ত খেলার মধ্যেই ইনভল্ভ থাকি, রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে, তা হচ্ছে খেলাধুলা। এখানে অনেক দল-মত, অন্য পার্থক্যের মানুষ আছি। যে যে দলেরই হোক না কেন, এ খেলাধুলার উপলক্ষ্যে যে আমরা এক হতে পারি, এটাই হচ্ছে আমাদের সফলতা।’
তিনি আরও বলেন, ‘ভোট দেওয়ার সময় যে যার খুশি তারটা দিবে, রাজনীতি করার সময় যার খুশি তার দল করবে, কিন্তু সামাজিক উপলক্ষগুলোতে, গ্রামের প্রশ্নে ইউনিয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ।’
এ সময় আরও বক্তব্য রাখেন গ্রী স্টার গ্রুপের এমডি হোসাইন মজুমদার, রয়েল কোচ বাসের মালিক সাইফুল ইসলাম খান এবং উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম।
আমার বার্তা/জেএইচ

