খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেন ববি হাজ্জাজ
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৯:২১ | অনলাইন সংস্করণ
নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করে রাজধানীর মোহাম্মদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজ এর উদ্যোগে আজ বুধবার ১লা জানুয়ারি,২০২৬ মোহাম্মদপুরের তাজমহল রোডস্থ কবরস্থান মাঠ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখা আপসহীন নেত্রী, দেশমাতা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় যে ভূমিকা রেখে গেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আমার বার্তা/এমই
