আমাদেরই একাংশ চায় না নির্বাচন সুষ্ঠু হোক: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৪:৫৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমাদেরই একটা অংশ চায় না নির্বাচন ভালো ও সুষ্ঠু হোক।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি তরুণ সমাজকে গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে তরুণরাই ঠিক করবে কী হবে, কী হবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তঃদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি জোরদার এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আমার বার্তা/এমই
