উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:২৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় জনতার চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে। মিরপুর রোডের রাসেল স্কয়ার থেকে কলেজ গেট পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে গেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১২ টার পুর্বেই নগরীর অন্যতম সড়কটি জনারণ্যে পরিণত হয়। দক্ষিণ প্লাজামুখী জনতার ভিড় আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধায় আটকা পড়লেও তারা মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশের চেষ্টা করে যাচ্ছে। ভিড় সামাল দিতে সোয়া ১২ টার দিকে বাড়তি ফোর্স (সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি) মোতায়েন করা হয়।

মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত মিরপুর রোডের দিক থেকে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম রাজাবাজার ঘুরে প্রবেশ করছেন মুসল্লিরা। এই পথে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। এসব স্তরে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। তারপরও ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে দেখা গেছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার জানাজা হবে বেলা ২ টায়। এতে দেশ বিদেশের অনেক ভিভিআইপি যোগ দেবেন। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের মাজারের পাশে তাঁকে দাফন করা হবে।