চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর/ ছবি- সংগৃহীত

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতে ইসলামীর প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণখেলাপির অভিযোগে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে ইসি।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে আপিল শুনানির পর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করে।

জানা যায়, চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সারোয়ার আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে, তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন।

শুনানি শেষে ইসি জানায়, সারোয়ার আলমগীর একজন ঋণখেলাপি, যা নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থী হওয়ার অযোগ্যতা হিসেবে বিবেচিত। নুরুল আমিনের করা আপিলটি আমলে নিয়ে কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করে। এর ফলে হেভিওয়েট এই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

 


আমার বার্তা/এমই