আইএসের বিরুদ্ধে তুরস্ক জুড়ে অভিযান, গ্রেপ্তার ৩৫৭

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দেশজুড়ে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে অন্তত ৩৫৭ জনকে আটক করেছে তুরস্ক। মঙ্গলবার ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উত্তর-পশ্চিম তুরস্কে এক বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য ও ছয় জঙ্গি নিহত হওয়ার একদিন পর এই অভিযান চালানো হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেছেন, দেশটির ২১টি প্রদেশে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘‘সন্ত্রাসবাদের কাছে যারা এই দেশকে নত করতে চায়, আমরা অতীতে যেমন তাদের কোনও সুযোগ দিইনি, ভবিষ্যতেও দেব না।’’

এর আগে ইস্তাম্বুলের প্রসিকিউটর দপ্তর বলেছে, ইস্তাম্বুলসহ আরও দুই প্রদেশে ১১৪টি ঠিকানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন ডিজিটাল উপকরণ ও নথিপত্র জব্দ করা হয়।

সোমবার মারমারা সাগরের উপকূলে, ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা শহরের একটি বাড়িতে আট ঘণ্টাব্যাপী অভিযানের সময় পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। বড়দিন ও নববর্ষে হামলার পরিকল্পনার অভিযোগে এক সপ্তাহ আগে ১০০ জনেরও বেশি সন্দেহভাজন আইএস সদস্যকে আটকের পর ওই অভিযান শুরু করে দেশটির পুলিশ।

আমার বার্তা/এল/এমই