দ্যুতি ছড়ালেন তানজিন তিশা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:১৭ | অনলাইন সংস্করণ

  তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :

শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন— বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫। শিল্প-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও সমাজের নানা অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ বরাবরের মতোই সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার অর্জন করেছেন জনপ্রিয় নাট্যতারকা তানজিন তিশা। নিজের অভিনীত আলোচিত নাটক ‘ঘুম পরী’–এর জন্য তিনি এই সম্মাননায় ভূষিত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

সবুজ শাড়িতে সজ্জিত হয়ে মঞ্চে উঠেই নজর কাড়েন তিশা। পুরো অনুষ্ঠানজুড়ে যেন তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁর মায়াবী চাহনি, লাজুক হাসি আর অনাবিল উপস্থিতিতে ঝলমল করছিল পুরো প্রাঙ্গণ। আগমন থেকে প্রস্থান— সবখানেই ভক্তদের উচ্ছ্বাস সামলাতে হয়েছে তাকে।

চার বছর ধরে নিয়মিত আয়োজিত এই অনুষ্ঠানের এবারের পর্বও ছিল গ্ল্যামার, আবেগ আর তারকাখচিত উচ্ছ্বাসে ভরপুর। জনপ্রিয় তারকাদের অংশগ্রহণ, চমৎকার পরিবেশনা এবং দর্শকদের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।


আমার বার্তা/জেএইচ