আশুলিয়ায় যুবলীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৫:১৫ | অনলাইন সংস্করণ

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার আসামি ও স্থানীয় যুবলীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাত ১১টার দিকে পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। পরে উপস্থিত পুলিশ সদস্যসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসাপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করে দেখছি।

এদিকে, সরকারি কাজে বাধা ও পুলিশ কর্মকর্তার ওপর বর্বরোচিত এ হামলার ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সকলে । 


আমার বার্তা/মো. মাসুম কবির/এমই