বগুড়ায় মাজার জিয়ারতের মাধ্যমে মীর স্নিগ্ধর রাজনৈতিক যাত্রা শুরু

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকে রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। 

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার (রহ.) এর মাজার জিয়ারত করে তিনি এই রাজনৈতিক যাত্রার সূচনা করেন।

মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর স্নিগ্ধ জানান, তরুণদের সঙ্গে নিয়ে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনাই তার লক্ষ্য। এ জন্যই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে বিএনপি অদূর ভবিষ্যতে আরও শক্তিশালী আন্দোলন ও সংগঠন গড়ে তুলবে তিনি আশা প্রকাশ করেন।

মাজার জিয়ারত শেষে মীর স্নিগ্ধ শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা বিএনপি আয়োজিত ছাত্র-জনতার সমাবেশে অংশ নেন। সেখানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। উপজেলা বিএনপির এতে সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই