ইঞ্জিন বিকল হয়ে ভাসছিল সমুদ্রে, ১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।
শনিবার (৮ নভেম্বর) কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে থেকে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ তাদের উদ্ধার করা হয়।
নৌবাহিনী জানায়, গত ৬ নভেম্বর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে গভীর সমুদ্রে ভেসে যাচ্ছিল ট্রলারটি। একপর্যায়ে শনিবার জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে আলো ও হাতের সংকেত প্রদর্শন করে সাহায্য চায়। সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ সংকেত লক্ষ্য করে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ট্রলার ও জেলেদের উদ্ধার করে। উদ্ধারকালে নৌবাহিনী জেলেদের প্রাথমিক চিকিৎসা, ওষুধ, খাবার এবং বিশুদ্ধ পানি প্রদান করে।
উদ্ধারকৃত জেলেদের ট্রলারসহ নিরাপদে তীরে আনা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার বার্তা/জেএইচ
