টঙ্গীতে তুলার গুদামে আগুন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ইউনিট
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৪:০৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গাজীপুরে টঙ্গীতে স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। শনিবার দুপুর ১২টার দিকে আগুনের খবর পাওয়া যায় এবং ঘটনাস্থলে পৌঁছায় টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের প্রথম সময় কালো ধোঁয়া দেখে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
এই মুহূর্তে আগুনের বিস্তারিত কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আমার বার্তা/এল/এমই
