বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৫:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

খ্যাতনামা আইরিশ শিল্পী উনা হাইল্যান্ডের একক শিল্পকর্ম প্রদর্শনী মঙ্গলবার রাজধানীর বারিধারার গার্ডেন গ্যালারিতে উদ্বোধন করা হয়। এটি বাংলাদেশের মাটিতে প্রথম কোনো আইরিশ শিল্পীর একক প্রদর্শনী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি। তিনি বলেন, “উনা হাইল্যান্ড ঢাকায় তিন সপ্তাহের শিল্প ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশ নিচ্ছেন—যা বাংলাদেশে প্রথম কোনো আইরিশ শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে।”
অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশে আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ খান। এ প্রদর্শনী গ্যালারি কসমস ও আয়ারল্যান্ড দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত Ireland–Bangladesh Art Exchange Programme-এর অংশ, যার লক্ষ্য দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সংলাপ ও শিল্প সহযোগিতা জোরদার করা।
রাষ্ট্রদূত কেভিন কেলি বলেন, “ঢাকায় আমাদের দূতাবাস না থাকলেও বাংলাদেশে আয়ারল্যান্ডের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আমরা চাই এ সম্পর্ক আরও গভীর হোক।”
তিনি আরও জানান, “উনা হাইল্যান্ডের শিল্পকর্ম স্মৃতি, নিরাময় ও সমষ্টিগত প্রতিফলনের বিষয়কে সামনে আনে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীলতার নৈতিক ও আধ্যাত্মিক শক্তি সম্পর্কিত ভাবনা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”
অনারারি কনসাল মাসুদ খান বলেন, “উনা অত্যন্ত নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী শিল্পী। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতায় আমরা সবাই মুগ্ধ হয়েছি। আশা করি, তিনি আবার বাংলাদেশে ফিরবেন।”
তিনি আরও বলেন, “শিল্পীদের জন্য স্থিতিশীল পরিবেশ তৈরি করা জরুরি—যাতে তাঁরা নির্ভয়ে শিল্পচর্চা ও উদ্ভাবনে মনোযোগ দিতে পারেন। আয়ারল্যান্ড এই দিক থেকে অনুপ্রেরণাদায়ক উদাহরণ।”
উনা হাইল্যান্ড একজন অভিজ্ঞ ভিজ্যুয়াল আর্টিস্ট, যিনি প্রিন্টমেকিং, ভাস্কর্য ও ইনস্টলেশনের মিশ্র মাধ্যম ব্যবহার করেন। তাঁর শিল্পে প্রতিফলিত হয় স্থানচ্যুতি, আত্মপরিচয় ও সৃজনশীল রূপান্তরের থিম।
“An Duanaire” প্রদর্শনীতে তিনি আয়ারল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য ও বাংলাদেশের নগর সংস্কৃতির কাব্যিক সংলাপ ফুটিয়ে তুলেছেন।
শিল্পী উনা বলেন, “আমি গর্বিত যে আমি এই প্রকল্পে অংশ নেওয়া প্রথম আইরিশ শিল্পী। আশা করি আমি শেষজন নই—আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে গভীর শিল্পসম্পর্ক গড়ে উঠবে।”
তিনি যোগ করেন, “ঢাকার শিল্পজগৎ অত্যন্ত প্রাণবন্ত ও প্রতিশ্রুতিশীল। এখানে কাজ করা আমার জন্য অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা।”
প্রদর্শনীটি ৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি কসমস, কসমস সেন্টার, ৬৯/১, নিউ সার্কুলার রোড, মালিবাগে সবার জন্য উন্মুক্ত থাকবে।
আমার বার্তা/এমই
